বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিচয়ে প্রতারণা, পুলিশের জালে ধরা

১০ জানুয়ারি ২০২২, ০৭:০৬ PM
প্রতারক রফিকুল ইসলাম

প্রতারক রফিকুল ইসলাম © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পরিচয়ে প্রতারণার দায়ে রাজশাহীর বাগমারায় রফিকুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

রফিকুল ইসলাম উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। নিজেকে অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের ভিসি দাবি করে আসছেন তিনি। এছাড়া নিজেকে জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান হিসেবে পরিচয়ে দিয়ে আসছিলেন তিনি।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

তিনি আরও বলেন, ভুয়া পরিচয়ে চাকরি দেওয়ার নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন। এজন্য তিনি বেশকিছু জাল নথিপত্র তৈরি করেন। অভিযানে সেগুলো জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে বাগমারা থানায় প্রতারণার মামলা হয়েছে বলে জানান এই জেলা পুলিশ কর্তা।

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!