নটরডেম ছাত্রের মৃত্যু
মূল চালকেরও নেই লাইসেন্স, টাকা দিয়ে হয়েছিলেন ডিএসসিসির গাড়িচালক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৬:৫১ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ০৬:৫১ PM
রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ির মূল চালক হারুনকে গ্রেপ্তার করেছে র্যাব। তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটির গাড়ি চালালেও রালেসের মতো তারও লাইসেন্স ছিল না। হারুন মিয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশেষ ট্রাক পরিচ্ছন্নতাকর্মী। কিন্তু তিনি ট্রাকটি মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের নামে বরাদ্দ নেন। এভাবেই হয়ে ওঠেন ডিএসসিসির ময়লার গাড়িচালক।
আজ শুক্রবার দুপুরে হারুণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার মঈন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুক্রবার সকালে হারুনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এরপর সংশ্লিষ্ট থানায় তাঁকে হস্তান্তর করা হবে।হারুন ২০২০ সাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার এই গাড়িটি নিয়মিতভাবে চালিয়ে আসছে। কিন্তু শিক্ষার্থীকে চাপা দেওয়া চালক রাসেলের মতো হারুনেরও ড্রাইভিং লাইসেন্স ছিল না।
গত বুধবার নটর ডেমের শিক্ষার্থী নাঈম হাসান কামরাঙ্গীরচরের বাসা থেকে কলেজে যাওয়ার পথে বেলা পৌনে ১২টার দিকে গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশনের ট্রাকচাপায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।