ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

০১ নভেম্বর ২০২১, ১২:১১ PM
ধর্ষণের অভিযোগ

ধর্ষণের অভিযোগ © প্রতীকি ছবি

পাবনার ভাঙ্গুড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরীর বাবা শনিবার রাতে ভাঙ্গুড়া থানায় মামলাটি করেন।

আসামিরা হলেন, ভাঙ্গুড়া পৌরশহরের মাস্টার পাড়ার বাসিন্দা ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম, সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের দুলু ও চাটমোহর রেলবাজার এলাকার রানা।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসামি আলিম অবশ্য বলেন, ‘সম্প্রতি আমি ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশন থেকে একটি চোর চক্রকে বিতাড়িত করি। সেই চক্রটি তাদের এক মেয়েকে দিয়ে আমাকে ফাঁসানোর জন্য এই মামলা করিয়েছে।’

এদিকে মামলার এজাহার বলা হয়, গত ৮ অক্টোবর ওই কিশোরী তার স্বজন রানার সঙ্গে ভাঙ্গুড়া বাজারে বেড়াতে যান। রানার পূর্ব পরিচিত আবদুল আলিমের সঙ্গে দেখা হলে তিনি শহরের শরৎনগর বাজারের নিজ অফিসে তাদের নিয়ে যান। সেখানে রানার সহযোগিতায় আবদুল আলিম ও দুলু ওই কিশোরীকে ধর্ষণ করেন।

ঘটনায় পর বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। মীমাংসা না হওয়ায় কিশোরীর বাবা মামলাটি করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, কিশোরীকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: ধর্ষণ
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬