মাগুরায় সংঘর্ষে নিহত ৪

হাসপাতালে নেওয়া হচ্ছে আহত ও নিহতদের
হাসপাতালে নেওয়া হচ্ছে আহত ও নিহতদের

মাগুরা সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার জগদল ইউনিয়নের দক্ষিণ জগদল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

নিহতরা হলেন- ওই গ্রামের সাহাবাজ মোল্যার ছেলে সবুর মোল্যা, তার চাচাতো ভাই রহমান মোল্যা, কবির হোসেন এবং ইমরান।

এলাকাবাসী জানায়, জগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার নজরুল হোসেন সামনের নির্বাচনেও অংশ নিতে চান। কিন্তু সম্প্রতি এই ওয়ার্ড থেকে সৈয়দ আলি নামে অপর একজন মেম্বার প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেয়। এ ঘটনার পর থেকেই গত কয়েকদিন ধরে এলাকায় বর্তমান মেম্বার নজরুল ও সৈয়দ আলির সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

এর জেরে আজ শুক্রবার বিকেল ৪টার দিকে নজরুল মেম্বারের সমর্থকরা সৈয়দ আলির সমর্থকদের উপর সশস্ত্র হামলা চালালে অন্তত ১০ জন গুরুতর আহত হন। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজন মারা যায়।

হামলায় আহত অন্যদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. রফিকুল আহসান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত চারজনের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence