প্রেমঘটিত কারণে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

০১ অক্টোবর ২০২১, ০৯:০২ PM
ছাত্রীর আত্মহত্যা

ছাত্রীর আত্মহত্যা © প্রতীকী ছবি

প্রেমঘটিত কারণে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিরিনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১ অক্টোবর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিন ভোরের দিকে উপজেলার রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিরিনা ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। সে চলতি বছরের ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী হিসেবে দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিল।  

স্থানীয় সূত্রে জানা যায়, শিরিনার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের নাহিদ হাসান নামে এক যুবকের প্রেমের সর্ম্পক ছিল। তাদের এই সম্পর্কের বিষয়টি জানতে পেয়ে শিরিনার বাবা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে শিরিনা তার নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আজ ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে প্রেমিক নাহিদ ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬