লকডাউনে টিকটক করতে বেরিয়ে শাস্তি— এক পা উঁচু করে ১৫ মিনিট

২৪ জুলাই ২০২১, ০৯:৫৩ AM
জরিমানার বদলে এক পা উঁচু করে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকার শাস্তি

জরিমানার বদলে এক পা উঁচু করে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকার শাস্তি © সংগৃহীত

টিকটক যেন বানাতেই হবে তাদের। ভয়াবহ করোনা পরিস্থিতি হোক কিংবা কঠোর লকডাউন। কিন্তু বাঁধ সাধলেন আনসার ও বিজিবি সদস্যরা। শেষে জরিমানার বদলে এক পা উঁচু করে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকার শাস্তি পেলেন ২ ‘টিকটক’ কিশোর।

শুক্রবার (২৩ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া শান্ত্বনা মার্কেটের সামনে এভাবেই লকডাউন অমান্যকারীদের এক পা তুলে দাঁড় করিয়ে রাখেন বিজিবি ও আনসার সদস্যরা। জরিমানার বদলে অভিনব এই শাস্তি প্রদান করায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের।

চাষাড়ায় আইনশৃঙ্খলায় নিয়োজিত এক আনসার সদস্যরা জানালেন, বিকালে মাসুদ (১৮) ও আল আমিন (১৮) নামে দুই কিশোর হেঁটে পাড় হচ্ছিলেন চাষাঢ়া চত্বর। পথিমধ্যে আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তারা। একবার বলছেন কাজে যাবেন আবার বলছেন ঈদগাহে যাবেন। বাধ্য হয়ে পাঠানো হয় বিজিবির কাছে। বিজিবি সদস্যরা চেপে ধরতেই উভয়েই বলে দেন আসল তথ্য।

মাসুদ জানায়, টিকটক ভিডিও বানাতে কেন্দ্রীয় ঈদগাহের দিকে যাচ্ছিলেন তারা। লকডাউন জানা থাকলেও কেউ কিছু বলবে না এমন ভরসাতেই বের হয়েছিলেন। কিন্তু শাস্তির মুখোমুখি হবার পর এখন ক্ষমা চেয়ে ফিরে যেতে চান নিজ বাড়িতে।

একইভাবে আরেক কিশোর আল আমিন জানায়, ঘরে বসে থাকতে ভালো লাগছিল না তার। বাসায় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছেন তিনি। তাই বন্ধু মাসুদকে সঙ্গে নিয়ে চাচার বাসায় যাচ্ছেন। ঈদের ছুটিতে বেড়িয়ে আসার জন্যেই লকডাউনের মাঝে বের হয়েছেন তারা।

উভয়ের ভিন্ন ভিন্ন বক্তব্যের পরে শাস্তি দেয়া হয় এক পা তুলে দাঁড়িয়ে থাকার নির্দেশ। ১৫ মিনিট পর ছেড়ে দেয়া হয় উভয়কেই। তবে ঈদগাহের দিকে নয়, তাদের বাড়ি দিকেই ফিরে যেতে বাধ্য করেন তারা।

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
  • ০৭ জানুয়ারি ২০২৬
দুদকের মামলায় এবার জিয়াউল আহসান গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬
আরও ৩ কেন্দ্রের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬
ভোলায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাইয়ের ঘটনায় ৩ আসামি গ্র…
  • ০৭ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, পূর্বের অবস্থানে অনড়…
  • ০৭ জানুয়ারি ২০২৬
নতুন পরিচালক ও সদস্য পেল মাউশি-এনসিটিবি
  • ০৭ জানুয়ারি ২০২৬