চাকরি দেওয়ার নামে কলেজছাত্রীকে ঢাকায় নিয়ে ধর্ষণ

০৭ জুন ২০২১, ১০:২৯ AM
কলেজছাত্রী ধর্ষণ

কলেজছাত্রী ধর্ষণ © প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় চাকরি দেওয়ার নাম করে ঢাকায় নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি আপত্তিকর ছবি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং গর্ভপাত করানোরও অভিযোগ উঠেছে নাহিদ হাসান নান্নু নামে এক যুবকের বিরুদ্ধে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ হাসান নান্নু একই গ্রামের সম্পর্কে চাচা হওয়ায় দীর্ঘ দিন ধরে উভয়ের বাড়িতে অবাধে যাতায়াত ছিল তাদের। এরই এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং চাকরির অজুহাত দেখিয়ে বেশ কিছু দিনের জন্য ও্ই কলেজছাত্রীকে ঢাকায় নিয়ে যান। এরপর তারা দুজনে ঢাকাতে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।

সম্প্রতি করোনার কারণে দুজনই ঢাকা থেকে বাড়িতে ফিরে আসে। কিন্তু ঢাকায় থাকা অবস্থায় বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করায় ২-৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কলেজছাত্রী। এরপর গত ২৬ মে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাটের একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ওই কলেজছাত্রীর গর্ভপাত করানো হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর মা-বাবা বলেন, আমরা খুব গরিব এবং অসহায় মানুষ। একদিন কাজ না করলে আমাদের জীবন চলে না। আমরা খুব অসহায়। আমাদের মেয়ের সঙ্গে যে অন্যায় করা হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন: বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্য আটক

সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কবে?
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬