হত্যার ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, কারাগারে মাদরাসা পরিচালক

২৭ এপ্রিল ২০২১, ০১:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

মাদারীপুরের কালকিনিতে হত্যার ভয় দেখিয়ে ১০ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) রাতে মো. বিল্লাল বেপারী (৬০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে তাকে মাদারীপুর কারাগারে পাঠায় থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষক বিল্লাল বেপারী কালকিনি উপজেলার সিরাজ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার এক হাফেজী মহিলা মাদরাসার ছাত্রীকে বিভিন্নসময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ওই মাদরাসার পরিচালক বিল্লাল বেপারী। একপর্যায় তিনি ওই ছাত্রীকে নিজ বসতঘরে নিয়ে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এসময় ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মাদরাসার বোর্ডিংয়ে তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যান বিল্লাল। এ বিষয়টি দেখে ওই ছাত্রীর সহপাঠীরা তার খালাকে অবহিত করে। পরে সোমবার রাতে ছাত্রীর খালা বাদী হয়ে থানায় মাদরাসার পরিচালক বিল্লাল বেপারীকে আসামি করে মামলা করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর আসামি বিল্লালকে গ্রেফতার করা হয়েছে।

জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নেবে কর্মকর্তা-কর্মচারী,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
যে কারণে আর প্রচারণায় দেখা যাবে না মেঘনা আলমকে
  • ৩০ জানুয়ারি ২০২৬
‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ছাত্রলীগের ন্যায় শিবিরকেও বিচা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬