ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে গণস্বাক্ষর

০৭ অক্টোবর ২০২০, ০৮:১০ PM
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে গণস্বাক্ষর

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে গণস্বাক্ষর © টিডিসি ফটো

রাজশাহীতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

দেশব্যাপী সংঘটিত সকল নারী ও শিশু ধর্ষণ ও নিপীড়ণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় সাহেব বাজার থেকে মনি চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।

দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। প্রতিবাদী এই মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ, রক্তবন্ধন, ইয়্যাস, সূর্যকিরণ বাংলাদেশ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা জানিয়ে অংশ নেয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী মিনহাজ তৌহিদ, রাহি শেখ, এম ওবাইদুল্লাহ, আবদুর রহিম, ছাত্রনেতা তামিম সিরাজী প্রমুখ। গণস্বাক্ষর কর্মসূচি আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে বলে মানববন্ধন কর্মসূচি থেকে ঘোষণা দেয়া হয়েছে।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬