দুই শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

০৭ অক্টোবর ২০২০, ০৮:৫৫ AM
মাদ্রাসার শিক্ষক আবু নাসের

মাদ্রাসার শিক্ষক আবু নাসের © সংগৃহীত

ফেনীতে দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের (বলাৎকারের) অভিযোগে পশ্চিম ছাগলনাইয়ার এক মাদ্রাসার শিক্ষক আবু নাসেরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ওই শিক্ষককে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই দুই ছাত্র বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ওই এলাকার দরিদ্র পরিবারের দুই শিশুকে তার অভিভাবকেরা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করান। গত জুলাই মাস থেকে পৃথক সময় শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর মাদ্রাসার ওই শিক্ষক এই দুই ছাত্রকে কৌশলে তার থাকার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে ছাত্র দুইটি অসুস্থ হয়ে পড়ে।

পরে তারা বাড়িতে গিয়ে তার মা-বাবাকে ঘটনাটি জানায়। এক পর্যায়ে ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে যায়। এরপর স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

থানা হেফাজতে থাকাকালে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। সামাজিকভাবে আমার মর্যাদা ক্ষুণ্ন করার জন্য একটি বিশেষ মহল এমন অসত্য ঘটনা সাজিয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে দণ্ডবিধির ২৭৭ ধারায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬