নির্যাতনের শিকার গৃহবধূকে আগেও দু’বার ধর্ষণ করে দেলোয়ার

০৬ অক্টোবর ২০২০, ০২:৪৪ PM
দেলোয়ার বাহিনীর দেলোয়ার

দেলোয়ার বাহিনীর দেলোয়ার © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতনের শিকার গৃহবধূ এক বছর আগেও আরও দু’বার ধর্ষণের শিকার হয়েছিলেন। এ ঘটনায় জড়িত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার তাকে ধর্ষণ করে বলে জানা গেছে। মানবাধিকার কমিশনের তদন্ত দলের কাছে এ তথ্য জানিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মানবাধিকার কমিশনের তদন্ত দলের কাছে দেয়া জবানবন্দিতে এ কথা জানান তিনি। ওই গৃহবধূ আরও জানান, দেলোয়ারের ভয়ে একথা আগে কাউকে বলেননি তিনি।

গত রোববার ওই গৃহবধূকে বিবস্ত্র করে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়। তার স্বজনরা জানান, স্বামী অন্যত্র বিয়ে করায় বাবার বাড়িতেই থাকতেন তিনি। দীর্ঘদিন পর গত ২ সেপ্টেম্বর তার সঙ্গে দেখা করতে আসেন স্বামী।

তখন অনৈতিক কাজের অভিযোগে গৃহবধূকে মারধর করেন কয়েকজন যুবক। এসময় ভিডিও ধারণ করেন এবং তার স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় প্রধান আসামি বাদল এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।

জানা গেছে, হত্যাসহ চারটি মামলা থাকারও পরও এতদিন ধরাছোয়ার বাইরে ছিলেন দেলোয়ার। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দাপটের সাথে চলাফেরা ছিলো তাদের। তবে ভয়ে প্রতিবাদ করার সাহস পেত না স্থানীয়রা।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬