গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, আরও একজন গ্রেপ্তার

০৫ অক্টোবর ২০২০, ০৮:১০ AM
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে (৩৫) বিবস্ত্র করে ভয়াবহ নির্যাতনের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

ওই ব্যক্তির নাম মো. রহমত উল্যাহ (৪১) বলে জানা গেছে। এর আগে একইদিন বিকেলে আব্দুর রহিম (২৭) নামে অপর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মোট দু‘জনকে গ্রেপ্তার করা হল। আব্দুর রহীমের বাড়ি একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূর সঙ্গে মধ্যযুগীয় এই বর্বরতার ঘটনা ঘটেছে। অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় তার ঘরে ঢুকে তাকে নগ্ন করে দফায় দফায় শারীরিকভাবে নির্যাতন করেছে বখাটেরা। এসময় বখাটেরা ওই ঘটনার ভিডিও চিত্রও ধারণ করে রাখে।

ঘটনার একমাস পর রবিবার (৪ অক্টোবর)  নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এর আগে গত মাসের ২ তারিখ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নুর ইসলাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নুর ইসলামের মেয়ের (ভিকটিম) সাথে তার স্বামীর পারিবারিক বিরোধ থাকায় তেমন বনাবনি ছিল না। এই সুযোগে স্থানীয় বখাটেরা তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তিনি রাজি না হওয়ায় বখাটেরা ঘটনার দিন রাতে তার ঘরে ঢুকে নগ্ন করে নির্যাতন করে। 

অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ করে রাখে। যার কারণে ঘটনাটি স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থেকে যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে লজ্জায় আত্মগোপনে চলে যায় ভুক্তভোগীর পরিবার। বর্তমানে নির্যাতিতা ওই পরিবারের বসত ঘরে তালা ঝুলছে।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬