মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় রোহিঙ্গা শিক্ষক আটক

০২ অক্টোবর ২০২০, ০৫:৪৯ PM
আটককৃত রোহিঙ্গা শিক্ষক নুরুল হক (ডানে)

আটককৃত রোহিঙ্গা শিক্ষক নুরুল হক (ডানে) © সংগৃহিত

নয় বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় নুরুল হক (২০) নামের এক রোহিঙ্গা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রী মাদ্রাসায় পড়তে যায়। এক পর্যায়ে মাদ্রাসর একটি কক্ষে নূরুল তাকে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। পরে সন্ধ্যায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নওশাদ রিয়াদ বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে হাসাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার মৌলভী নুরুল হক (২০) উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানী মাদ্রাসার একজন শিক্ষক। সে টেকনাফের স্থানীয় এক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ওই ছাত্রী মাদ্রাসার চতুর্থ শ্রেণীতে পড়ে। ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে থানায় মামলা দায়ের করেন।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬