চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:১৬ PM
চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ © প্রতীকী ছবি

চট্টগ্রামে আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি চান্দু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পতেঙ্গা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ ।

জানা গেছে, গত আগস্টে বরখাস্ত হওয়া ডবলমুরিং থানার এসআই মোহাম্মদ হেলালের সোর্স হিসেবে পরিচিত চান্দু। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাস তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে বেড়াতে যান অষ্টম শ্রেণির এক ছাত্রী। সেখানে তার দশম শ্রেণি পড়ুয়া ফুফাতো বোনের সঙ্গে রোববার সন্ধ্যায় বেড়াতে বের হন। তাদের সঙ্গে দেখা হয় নুরী আক্তার নামের তরুণীর সঙ্গে। সে তার ফুফাতো বোনের বান্ধবী।

এসময় নুরি তাদের সুপারিওয়ালা পাড়ার বাসায় নিয়ে যান। তবে নিজের কক্ষে না নিয়ে স্কুলছাত্রীকে চান্দুর কক্ষে আটকে রাখা হয়। বাইরে অস্ত্রের মুখে রাখা হয় তার ফুফাতো বোনকে। সেখানে ধর্ষণ শেষে কাউকে না বলার হুমকি দিয়ে রাতে তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

রাতে ওই ছাত্রী পুরো ঘটনার বর্ণনা দিলে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। পরে নুরি আক্তার, তাঁর স্বামী অন্তর হোসেন ও রাজিব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬