স্বামীর খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:১১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

স্বামী ও বোনকে খুঁজতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৩)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।

সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধূ দুই জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার আসামিরা হলেন, গাজীপুর সারদাগঞ্জের সামসুল বিশ্বাসের ছেলে মহসিন বিশ্বাস (৩৫) ও তার বন্ধু সিরাজগঞ্জের কেশবগঞ্জ এলাকার রমজান মিয়া (৩২)।

মামলার বরাতে ভুক্তভোগী জানান, প্রায় এক মাস ধরে আমার স্বামী ও ছোট বোন নিখোঁজ। তাদের খোঁজে আমি রোববার রাত ৮টায় মুন্সিগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জের সাহেব বাজার এলাকায় যাই। সেখানে আমার স্বামীর বন্ধু মহসিন বিশ্বাসের সঙ্গে দেখা হয়। সে আমার স্বামীর সন্ধান জানে বলে আমাকে তার সঙ্গে নিয়ে যায়।

পরে সাহেবপাড়ায় একটি চারতলা নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তার বন্ধু রমজানকে ডেকে আনলে সেও ধর্ষণ করে। আমি অচেতন হয়ে গেলে তারা আমাকে রেখে পালিয়ে যায়।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুখ বলেন, স্বামী ও বোনের খোঁজে গিয়ে স্বামীর বন্ধু মহসিন ও রমজান দুইজন ধর্ষণ করেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। কাল সকালে ওই নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬