তরুণীকে ধর্ষণের অভিযোগে দম্পতি আটক

২৮ সেপ্টেম্বর ২০২০, ১০:২৮ AM
তরুণীকে ধর্ষণের অভিযোগে দম্পতি আটক

তরুণীকে ধর্ষণের অভিযোগে দম্পতি আটক © ফাইল ফটো

এক তরুণীকে ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। রোববার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সুপারিওয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে।

আটক দম্পতি হলেন, নুরী আক্তার ও তাঁর স্বামী মোহাম্মদ অন্তর। আজ সোমবার (২৮ সেপ্টম্বর) ভোরে একই এলাকা থেকে তাঁদের আটক করে ডবলমুরিং থানা পুলিশ।

চান্দু মিয়া নামে এক ব্যক্তি ওই তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আটক করার চেষ্টা চলছে।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ২০ বছর বয়সী এক তরুণী ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে তাঁর চাচার বাসায় বেড়াতে আসেন। চাচাতো বোনের এক বান্ধবী ওই তরুণীকে গতকাল রাত আটটার দিকে সুপারিওয়ালা পাড়ায় বাসায় বেড়াতে নিয়ে আসেন। পাশের বাসায় থাকেন চান্দু মিয়া। একপর্যায়ে ওই তরুণীকে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন চান্দু মিয়া। রাতে বাসায় গিয়ে ওই তরুণী তাঁর চাচাকে ঘটনা খুলে বলেন।

অসুস্থ অবস্থায় ওই তরুণীকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬
নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ জানুয়ারি ২০২৬
৩ দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, থাকছে চমক
  • ৩১ জানুয়ারি ২০২৬