নাজমুলের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুমনের রিট

৩১ আগস্ট ২০২০, ০২:৩৩ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বইয়ের মেধাস্বত্ব চুরি এবং গ্রন্থস্বত্ব জালিয়াতির ঘটনায় সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন হাইকোর্টে এ রিট আবেদন করেছেন।

রিটে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের নিস্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

ব্যারিস্টার সুমন বলেন, এই দুর্নীতি করা হয়েছে বঙ্গবন্ধু নামের বই দিয়ে। বই বিক্রি হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে। বইটি ছাড় দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। দুটি বইয়ে অন্তত ২০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। মন্ত্রণালয়ের লোকজনের সংশ্লিষ্টতা ছাড়া এমন দুর্নীতি করা সম্ভব না বলে মন্তব্য করেন তিনি।

রিট আবেদনে বলা হয়েছে, মুজিববর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নারের’ জন্য আটটি বই কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে তিনটি বই নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে নাজমুল হোসেন নামে সাংবাদিকের বিরুদ্ধে। ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ এবং ‘৩০৫৩ দিন’ নামের বই দুটির মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির অভিযোগ উঠেছে।

এর পাশাপাশি অধ্যাপক নাসরিন আহমদ সম্পাদিত ‘অমর শেখ রাসেল’ বইটিরও মেধাস্বত্ব চুরি করে মোটা অঙ্কের অর্থে বিক্রির অভিযোগ উঠেছে ‘জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড’ ও ‘স্বাধীকা পাবলিশার্স’ নামে প্রকাশনা সংস্থার মালিক নাজমুল হোসেনের বিরুদ্ধে। অথচ সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ জানুয়ারি ২০২৬
৩ দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, থাকছে চমক
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬