ছাত্রী ধর্ষণের ঘটনায় মাদ্রাসা ছাত্র আটক

১৮ আগস্ট ২০২০, ১১:২৪ PM

© টিডিসি ফটো

যশোর শহরে ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় আজ মঙ্গলবার অভিযুক্ত এক হাফিজিয়া মাদ্রাসা ছাত্রকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক হওয়া ওই  ছাত্রের নাম আবু রায়হান। সে স্থানীয় বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার হাফিজিয়া বিভাগের ছাত্র। তার বাড়ি সদর উপজেলার রহেলাপুর গ্রামে।

আজ মঙ্গলবার যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধর্ষণের শিকার মেয়েটি শহরের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মেয়েটির মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসায় রান্নার কাজ করেন। সেই সুবাদে আবু রায়হানের সঙ্গে ওই পরিবারের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা মাদ্রাসায় রান্নার কাজ করার সময় আবু রায়হান তাদের বাড়িতে যায় এবং মেয়েটিকে ধর্ষণ করে।

তিনি বলেন, প্রথমে ভয়ে মেয়েটি কাউকে না জানালেও পরে সে তার মাকে বিষয়টি জানায়। এরপর সোমবার রাতে মেয়েটির মা যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর আজ ভোরে মাদ্রাসা থেকে আবু রায়হানকে আটক করা হয়।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা জানান, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তিনি এর উপযুক্ত বিচার চান। 

স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ধানের শী…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬