দিনের পর দিন ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, লাইটপোস্টে বেঁধে যুবককে পিটুনি

২৮ জুন ২০২০, ০২:০৯ PM

© জি২৪ঘন্টা

কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ। মাকে জানালে খুনের হুমকি। অতঃপর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। জানাজানি হতেই অভিযুক্তকে লাইটপোস্টে বেঁধে রেখে মার স্থানীয়দের। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের বড়তলা এলাকা।

জানা গিয়েছে, ওই কিশোরীর মা পেশায় যৌন কর্মী। অভিযুক্ত যুবক সঞ্জয় পাত্র তাঁর পূর্ব পরিচিত। এই সূত্র ধরেই কিশোরীর বাড়িতে যাতায়াত ছিল সঞ্জয়ের। অভিযোগ, একদিন তার মা বাড়িতে না থাকার সুযোগে কিশোরীকে ধর্ষণ করে সঞ্জয়। বাড়িতে জানালে খুন করে দেওয়া হবে বলেও হুমকি দেয় সে।

এরপর থেকে মাঝেমধ্যেই কিশোরীকে সঞ্জয় ধর্ষণ করত বলে অভিযোগ। শনিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়ে কিশোরী। এরপর তার মা জিজ্ঞাসা করতেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যায়। জানা যায়, কিশোরী অন্তঃসত্ত্বা।

এরপরই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। সঞ্জয়কে লাইটপোস্টে বেঁধে রেখে মারধর করা শুরু করে। পরে বড়তলা থানার পুলিস গিয়ে তাকে উদ্ধার করে। কিশোরী ও মায়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। খবর: জি২৪ঘন্টা।

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬