ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগ সহ-সভাপতিসহ আটক ৩

১০ মে ২০২০, ০৮:৫৬ PM

© সংগৃহীত

প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর নগদ প্রায় ছয় লাখ টাকা ও সাত লাখ টাকার চেক ছিনতাই করে পালানোর সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। পাবনার আতাইকুলায় আজ রবিবার (১০ মে) দুপুরে সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত তিনজনের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিন (২৮) রয়েছেন। তার বাড়ি উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামে। পিতা মন্টু মৃধা। এছাড়া তার আপন বড় ভাই রানা মৃধা (৩২) এবং ওই গ্রামের মফিজ প্রামাণিকের ছেলে শিকন হোসেন (৩০) রয়েছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম জানান, বৃহস্পতিপুর গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম নগদ পাঁচ লাখ পঁচাশি হাজার আটশ’ টাকা এবং সাত লাখ দশ হাজার টাকার চেক অগ্রণী ব্যাংকের আতাইকুলা শাখায় জমা দিতে যাচ্ছিলেন।

পথে আতাইকুলা বাজারে পৌঁছামাত্র রুহুল আমিন ও তার অনুসারীরা ছুরি দিয়ে আঘাত করে টাকা ও চেক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা রুহুল ও তার তিন সঙ্গীকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ তাদের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

তিনি জানান, তাদের নিকট থেকে নগদ চার লাখ বিশ হাজার তিনশত টাকা ও চেক উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার করার চেষ্টা চলছে। এ ব্যপারে ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজুল ইসলাম আতাইকুলা থানায় মামলা দায়ের করেছেন।

ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাআটক হওয়ার ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। তিনি বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রলীগ নেবে না।অপরাধে যুক্ত থাকার প্রমাণ পেলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে বলেও জানান তিনি।

‘পাকিস্তান খেলবেই, বিশ্বকাপ বয়কটের সাহস তাদের নেই’
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার সংবাদ সম্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জানুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার নেবে এসিআই মটরস, পদ ১৫, আবেদন শ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী …
  • ২৯ জানুয়ারি ২০২৬
কী ঘটেছিল শেরপুরে, ঘটনায় বর্ণনায় যা বলছে জামায়াত
  • ২৯ জানুয়ারি ২০২৬