দুর্ঘটনায় ৫ শিক্ষার্থীর মৃত্যু, ট্রাক-লরি বন্ধের দাবিতে বিক্ষোভ

০১ মার্চ ২০২০, ০১:১৯ PM

© সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পিকনিক করতে গিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচ এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করা হয়েছে। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে বালু মহাল থেকে ট্রাক, লরি চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল থেকে শিক্ষার্থীদের এই বিক্ষোভে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। এতে ওই অঞ্চলের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ময়মনসিংহের গৌরীপুরের হাজী আমির উদ্দিন ও ভোকেশনাল ইনস্টিটিউটের ৪৫ জন শিক্ষার্থী ও ঘনিষ্ঠজনরা শনিবার দুর্গাপুরে পিকনিক করতে যায়। তাদের বেশিরভাগই এসএসসি পরীক্ষার্থী।

দিনভর সাদা মাটির পাহাড়, বিজয়পুরের পাহাড়ি টিলা ও সোমেশ্বরী নদীর বালু চর দেখে খোলা পিকআপে গৌরীপুরে ফেরার পথে শান্তিপুর এলাকায় পৌছালে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে তাদের পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে দুই শিক্ষার্থী এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিন শিক্ষার্থী মারা যায়। আহত হয় অন্তত ২০ জন। এর পর ওই সড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ‘দুর্ঘটনার পর থেকেই সড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা সড়ক অবরোধ করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬
নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬