হাতুড়ি দিয়ে কলেজছাত্রের হাত ভেঙ্গে দিল ছাত্রলীগ

১৯ জানুয়ারি ২০২০, ০৭:৩৩ PM
হাসপাতালে চিকিৎসাধীন দাউদ

হাসপাতালে চিকিৎসাধীন দাউদ © সংগৃহীত

শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্র ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন। জানা গেছে, হাতুড়ির আঘাতে ওই শিক্ষার্থীর বাঁ হাত ভেঙে যায়। আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থীকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাতুড়ির আঘাতে আহত শিক্ষার্থীর নাম দাউদ ইব্রাহী। সে শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আর হামলায় অভিযুক্ত একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রলীগ কমিটির এক নেতার নেতৃত্বে এ হামলা হয়েছে বলে জানা গেছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানা ও কলেজ সূত্র জানায়, আজ সকালে শরীয়তপুর সরকারি কলেজ চত্বরে একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন সেখানেই বিষয়টি কলেজের ছাত্রলীগ নেতারা মিটিয়ে ফেলেন। বেলা একটার দিকে একাদশ শ্রেণির ছাত্র দাউদ ইব্রাহীমকে শহরের দুবাই প্লাজার কাছে একা পেয়ে কলেজের দ্বাদশ শ্রেণি শাখা ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে হামলা চালানো হয়।

পরে এতে অংশ নেয় ওই কলেজের দ্বাদশ শ্রেণির আরও কয়েক ছাত্র। তারা দাউদকে হাতুড়ি দিয়ে পেটায়। এতে তার বাঁ হাত ভেঙে যায়। ডান হাতের কনুইতে আঘাত লাগে। খবর পেয়ে সহপাঠীরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মফিজুর রহমান বলেন, দাউদের বাঁ হাতের কনুইয়ের নিচে ভেঙে গেছে। দু-এক দিনের মধ্যে সেখানে অস্ত্রোপচার করাতে হবে। হাতুড়ি দিয়ে পেটানোর কারণে আঘাতটা মারাত্মক।

শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারী বলেন, ‘সকালে কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি মিটমাট করে দেওয়া হয়। কিন্তু তারপর কেন একজন নিরীহ ছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হলো, তা আমি বুঝতে পারছি না। অভিযোগ যেহেতু একজন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, তাই আমার সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ করব। এরপর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দাউদ ইব্রাহীমের বাবা শহীদুল ইসলাম ব্যাপারী বলেন, ‘আমার ছেলে কোনো মারামারি ও রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তারপরও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে নির্মমভাবে পিটিয়েছে।তার হাত ভেঙে দিয়েছে। আমরা সন্ত্রাসের কাছে অসহায়, এখন আর কী করব? পড়ে পড়ে মার খাওয়া ছাড়া আমাদের কী করার আছে।’

ঘটনার পর থেকে অভিযোগ ওঠা কিশোরদের মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ‘এক ছাত্রলীগ নেতা কলেজের ছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে— এমন মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই ছাত্রের পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত পদক্ষেপ নেব।’

উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬
নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬