ফাঁকা রাস্তায় ফুল স্পিডে গাড়ি, উল্টে প্রাণ গেল দুই বন্ধুর

১৯ জানুয়ারি ২০২০, ১১:০৭ AM

© সংগৃহীত

ফাঁকা রাস্তায় স্পিডে গাড়ি চালাচ্ছিলেন তারা। একপর্যায়ে স্পিড ব্রেকারে উল্টে যায় বহনকারী প্রাইভেট কারটি। সেখানে মারা যান সিলেটের এমসি কলেজের ছাত্র নয়ন দাশ। আর আরিফুল ইসলাম রুবেল নামে আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিলো।

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রুবেলও। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এমসি কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

নয়ন দাস সিলেটের ইসলামপুরের ইরেশ দাশের ছেলে। আর আরিফুল ইসলাম রুবেলও একই এলাকার বাসিন্দা। দু’জনই এমসি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। নয়নের মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চামেলীবাগ আবাসিক এলাকায় তার বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার রাত ১১টার দিকে টিলাগড় পয়েন্টের নিকট স্পিড ব্রেকার ক্রসিংয়ের সময় বেপোরোয়া গতিতে চালানো প্রাইভেটকারটি উল্টে যায়। এতে কারে থাকা চার বন্ধু আহত হন।

পরে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন। আর কারের ড্রাইভার মাহের, মেহরাব বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আশঙ্কাজনক অবস্থায় রাতেই রুবেলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে রুবেল মারা গেছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানিয়েছেন, দু’জনের মৃত্যুর খবর শুনেছেন তিনি। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঘটনার পর পুলিশ প্রাইভেট কারটি উদ্ধার করেছে।

এদিকে দুই ছাত্রের মৃত্যুর খবরে গতকাল বিক্ষোভ করেছেন এমসি কলেজের শিক্ষার্থীরা। তারা সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬