সড়ক সংস্কার কাজের গর্তে পড়ে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ PM

© সংগৃহীত

সড়ক সংস্কার কাজের গর্তে পড়ে চট্টগ্রামের রাউজানে সজীব বড়ুয়া মুৎসুদ্দি (১৯) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর বন্ধু অর্ণব বড়ুয়া (১৮)। সোমবার রাত ১০টার দিকে উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। রাত ১১টার দিকে সজীবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সজীব পাহাড়তলী ইউনিয়নের মহামুনি গ্রামের সত্যজিৎ মুৎসুদ্দির ছেলে। অর্ণবও একই গ্রামের বাসিন্দা। উপজেলা ছাত্রলীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন জানান, সজীব পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের অর্থ সম্পাদক ছিলেন। ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।

জানা গেছে, সজীব রাতে বন্ধু অর্ণবকে নিয়ে মোটরসাইকেলে পাহাড়তলী চৌমুহনী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাহাড়তলী ইউনিয়ন পরিষদের সামনে সড়ক সংস্কার কাজের জন্য করা গর্তে মোটরসাইকেলটি পড়ে যায়।

এতে সজীব ও অর্ণব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। অর্ণব চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘সংস্কার কাজ চলার কোনো সাংকেতিক চিহ্ন দেয়নি কর্তৃপক্ষ। এর ফলে দুর্ঘটনায় মারা গেল তরুণটি।’

রাউজান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর নবী গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬
নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬