শিশুর মরদেহ নিয়ে স্বজন-পুলিশ তুলকালাম

০২ আগস্ট ২০১৯, ১০:২৯ AM

© সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুর এক নম্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ছয় বছর বয়সী শিশু জান্নাতুল আকতার। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহত শিশুটির স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিয়ে যেতে চাইলে বাধে বিপত্তি। এতে পুলিশ বাধা দেয়।

জানা গেছে, বুধবার হাসপাতালে কন্যাশিশু জান্নাতুলের মৃত্যু হয়। পরে পুলিশ জোর করে মরদেহের ময়নাতদন্তের তাগিদ দিলে স্বজনেরা অস্বীকৃতি জানান। ময়নাতদন্ত ও পুলিশি ঝামেলা এড়াতে একপর্যায়ে জরুরি বিভাগ থেকে শিশুটির মরদেহ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন স্বজনেরা।

পুলিশের পায়ে ধরে আকুতি

 

কিন্তু তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। এ নিয়ে পুলিশ ও স্বজনদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।  শেষ পর্যন্ত শিশুটির মরদেহ নিয়ে চলে যেতে পেরেছিলেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুর সংবাদ শুনে হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে জান্নাতুল আকতারের বাবা মো. অলি ও ফুফু পারভীন কান্নায় ভেঙে পড়েন। তবে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ নিয়ে চলে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শিশুটির মরদেহ নিয়ে জরুরি বিভাগে যায় পুলিশ। এসময় পুলিশ সদস্যের পায়ে ধরে অনুরোধ করেন নিহত জান্নাতুলের ফুফু পারভীন।

তবে জরুরি বিভাগ থেকে দ্বিতীয় দফায় মরদেহ নিয়ে চলে যাওয়ার সময় ফের পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে স্বজনদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত এভাবেই মরদেহ নিয়ে চলে যান স্বজনেরা।

ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের বড় আর্থিক প্রণোদনা দিচ্ছে সরকার, জুনিয়র বৃত্ত…
  • ০৩ জানুয়ারি ২০২৬
সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু আজ
  • ০৩ জানুয়ারি ২০২৬
তিন কোটি টাকা সম্মানী পান স্বতন্ত্র প্রার্থী আলমগীর, স্ত্রী…
  • ০৩ জানুয়ারি ২০২৬
বাণিজ্য মেলায় সহজে যাবেন যেভাবে, ভাড়া ৪০ টাকা
  • ০৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!