ভণ্ড-পাতি নেতাদের চুল কাটা ও সেভের মূল্য ৯০০ টাকা!

০৮ জুলাই ২০১৯, ১২:১৫ PM

© সংগৃহীত

দেশব্যাপী যখন নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে তখন ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, ওয়াসিম হেয়ার ড্রেসার নামের একটি সেলুনের সংশোধিক মূল্য তালিকায় ধর্ষকদের চুলকাটা ও সেভ করানো হয় না বলে জানানো হয়েছে। সেলুনটির এ ধরণের সিদ্ধান্ত সাধারণ মানুষের বাহবাও কুড়াচ্ছে।

নরসুন্দর সমিতির নির্দেশক্রমে ওই ব্যানার টাঙানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে সেলুনটি কোথায় সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া ওই ব্যানারে দুর্নীতিবাজ, সুদখোরদের জন্য চড়ামূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে সাধারণ ও গরিব মানুষের জন্য চুলকাটা ও সেভের খরচ কম নির্ধারণ করা হয়েছে।

সেলুনের ব্যানারের মূল্যতালিকা অনুযায়ী, দুর্নীতিবাজদের চুলকাটা ও সেভের খরচ এক হাজার টাকা। ভণ্ড ও পাতিনেতাদের ক্ষেত্রে এ খরচ ৯০০ টাকা। এছাড়া সুদখোরদের চুলকাটা ও সেভের খরচ ধরা হয়েছে ৮০০ টাকা।

তবে সাধারণ ও গরিব মানুষদের জন্য এ খরচ তুলনামূলক অনেক কম। সাধারণ মানুষের চুলকাটা ও সেভের খরচ ধরা হয়েছে ৮০ টাকা। আর গরিব মানুষদের জন্য এ খরচ আরও কম, ৬০ টাকা।

ব্যানারের নিচে বিশেষ দ্রষ্টব্যে লেখা হয়েছে, ‘এখানে ধর্ষকদের চুলকাটা ও সেভ করা হয় না।’ অবশ্য এসব শ্রেণীর মানুষকে কীভাবে চিহ্নিত করা হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

জিএম বাবর নামে একজন ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, বিশেষ বিশেষ দ্রষ্টব্যটা পড়বেন। সেখানে আবার একজন কমেন্টস করেছেন, ‘পাঁচ নম্বরটা আমার প্রয়োজন।’

জবির ভর্তি পরীক্ষায় পাঁচ ছাত্রসংগঠনের হেল্প ডেস্ক
  • ৩০ জানুয়ারি ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নেবে কর্মকর্তা-কর্মচারী,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
যে কারণে আর প্রচারণায় দেখা যাবে না মেঘনা আলমকে
  • ৩০ জানুয়ারি ২০২৬
‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ছাত্রলীগের ন্যায় শিবিরকেও বিচা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬