বেড়াতে এসে শ্লীলতাহানি ও ধর্ষণের শিকার তিন তরুণী, চার যুবকের বিরুদ্ধে মামলা

২৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ AM
মোল্লাহাট থানা

মোল্লাহাট থানা © সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে গিয়ে তিন বান্ধবীর শ্লীলতাহানির পর তাদের একজনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় চার যুবককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রবিবার তিন বান্ধবীর একজন মোল্লাহাট থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, বিকেলে খুলনা থেকে এক তরুণী দুই বান্ধবীকে নিয়ে ফুফুর বাড়িতে বেড়াতে রাজপাট গ্রামে যান। কিছুক্ষণ পর তারা ঘুরতে বের হয়ে সন্ধ্যা ৬টার দিকে নাশুখালী এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ওঠেন।

এসময় চার যুবক সেখানে এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করেন। নিজেদের পরিচয় জানানো হলে যুবকরা কুপ্রস্তাব দেয় এবং অস্বীকৃতি জানালে তিন তরুণীকে জোরপূর্বক শ্লীলতাহানি করতে থাকে।

একপর্যায়ে এক তরুণী দৌড়ে নিচে নেমে চিৎকার করলে চার যুবক বাকি দুইজনকে মুখ চেপে ধরে নিচে নামিয়ে প্রায় শতগজ দূরের একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। সেখানে ঘেরের একটি ঘরে তাদের একজনকে ধর্ষণ করা হয়।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক বলেন, তিন বান্ধবীকে নির্যাতন এবং এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ: ধর্ষণ
৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, ভর্তিচ্ছুদের জন্য ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মহাকালের সমাপ্তি: মানুষের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের আপ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জিয়াউর রহমানকে সংসদ ভবন এলাকায় কবর দেওয়ার সিদ্ধান্ত কীভাবে …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
 ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করল জবি প্রশাসন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানকে সমবেদনা জানালেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্র…
  • ৩১ ডিসেম্বর ২০২৫