নকল ঔষধ কারখানায় অভিযানে বিপুল পরিমাণ ঔষধ জব্দ

১৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ AM
জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়

জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় © টিডিসি

ময়মনসিংহের গৌরীপুরে ভেটেরিনারির একটি নকল ঔষধ কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে ২১টি আলাদা আইটেমের বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কের পাশে মাস্টারপাড়া মহল্লায় এ নকল ঔষধ কারখানার সন্ধান পেয়েছে গৌরীপুর প্রাণী সম্পদ অধিদপ্তর। 

তাঁরা জানায়, ফার্মাকেয়ার নামে এই কারখানায় বিপুল পরিমাণ ভেজাল ঔষধ তৈরি ও বাজারজাত করে খামারিদের সাথে প্রতারণা করছে। উপজেলার অনেক গরু-ছাগল অসুস্থ হয়ে ঔষধ খাওয়ার পরও মারা গেছে।

গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার লাখ টাকার নকল ঔষধ, উৎপাদন সরঞ্জাম, বিভিন্ন ঔষধের লেবেল ও প্লাস্টিক বোতল জব্দ করেন। পরে কারখানার মালিক মোজাব্বির হোসেন খানকে ১০ হাজার টাকার জরিমানা করে জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযুক্ত মোজাব্বির হোসেন খান উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামের মো. নুরুল হুদা খানের ছেলে। তিনি ভেটেরিনারি জাতীয় ঔষধ ক্রয়-বিক্রয়ের লাইসেন্স ব্যবহার করে অবৈধ এই কারখানাটি গড়ে তুলেছেন।

গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিহাব উদ্দিন জানান, মাওহা ইউনিয়নে প্রায় তিন লাখ টাকা দামের একটি ষাঁড় গরু ভিটামিন জাতীয় ঔষধ খাওয়ার পর আমাদের সন্দেহ তৈরি হয়। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি, ঔষধের লেবেল ঢাকা লেখা থাকলেও সলিড ফার্মাকেয়ার নামে কোম্পানির ঔষধটি মূলত গৌরীপুরে তৈরি হচ্ছে। এখান থেকে তারা সারাদেশে রপ্তানি করে। কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় ঔষধ উৎপাদনের কোন লাইসেন্স নেই তাদের। নকল ঔষধ তৈরি করে তাঁরা বাজারজাত করছে।

গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, সলিড ফার্মাকেয়ার ভেটেরিনারি ঔষধ উৎপাদনের কোন অনুমতি নেই, তারা ভেজাল ঔষধ তৈরি ও বাজারজাত করছে, তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দশ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ঔষধ এবং ঔষধ তৈরির সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন- গৌরীপুর সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, গৌরীপুর পৌরসভার খাদ্য পরিদর্শক মো. শফিকুল ইসলাম ও গৌরীপুর থানা পুলিশের একটি দল।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9