ইয়াবা কারবারির কাছ থেকে বিএনপি নেতার চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ PM
কারবারির কাছ থেকে চাঁদা নিচ্ছেন বিএনপি নেতা

কারবারির কাছ থেকে চাঁদা নিচ্ছেন বিএনপি নেতা © ভিডিও থেকে নেওয়া

কক্সবাজারে আওয়ামী লীগের এক নেত্রী ও ইয়াবা ব্যবসায়ীকে রাজনৈতিক-পুলিশি হয়রানি থেকে রক্ষার আশ্বাস দিয়ে দুলাখ টাকা চাঁদা নিয়েছেন বিএনপি নেতা নুর উদ্দিন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

নুর উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পূর্ব শাখা বিএনপির সাধারণ সম্পাদক। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারের বাড়িতে তিনি পবিত্র কোরআন মাথায় নিয়ে শপথ পাঠ করছেন। এরপর অন্য একজনের মাধ্যমে রোজিনার হাত থেকে নগদ দুই লাখ টাকা গ্রহণ করেন।

রোজিনা আক্তার বলেন, ‘রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া এবং পুলিশি হয়রানি থেকে রক্ষা করার কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেন নুর উদ্দিন। কিন্তু এখানেই শেষ হয়নি, পরবর্তীতে আরও অর্থ দাবি করেন। আমি অস্বীকৃতি জানালে আমাকে হত্যার হুমকি এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এখন আমি ভয়ে দিন কাটাচ্ছি।’

জানা গেছে, ভিডিওটি গত ৫ আগস্ট ধারণ করা হলেও তখন প্রকাশিত হয়নি। সম্প্রতি নুর উদ্দিন পুনরায় টাকা দাবি করলে রোজিনার পক্ষ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নুর উদ্দিন এক গণমাধ্যমের কাছে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।” তবে কোরআন মাথায় নিয়ে শপথ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।’

কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী জানান, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রথমে তাকে শোকজ করা হবে। যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে আসলেও অফিসিয়ালি আমরা অবগত নই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
  • ১৪ জানুয়ারি ২০২৬
আশরাফ হাকিমির প্রেমে মজেছেন নোরা ফাতেহি!
  • ১৪ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত ১৩ নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ১৪ জানুয়ারি ২০২৬
জেফারের সঙ্গে রোমান্টিক ছবি শেয়ার করে যা লিখলেন রাফসান
  • ১৪ জানুয়ারি ২০২৬
টেকনাফে ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9