অস্ত্র ঠেকিয়ে অপহরণ করা হলো ছাত্রীকে

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের শার্শায় দিনের আলোয় ফিল্মি কায়দায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার আগে তার মাকে নির্মমভাবে মারধর করে। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শার্শা উপজেলার কাগমারি কিন্ডারগার্টেন স্কুলের সামনে।

অভিযোগে জানা গেছে, অপহৃত ছাত্রীর নাম জাকিয়া পারভীন (১৫)। সে শার্শার কাগমারি গ্রামের জাহিদ হোসেনের মেয়ে এবং কাগমারি কিন্ডারগার্টেন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সেখানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। সোমবার পরীক্ষা শেষে মা শিখা খাতুন (৩৬) মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন।

এসময় বেনাপোল দিঘীরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২), কাগমারি গ্রামের হাবুর ছেলে জিসান (২২), ভবেরবেড় গ্রামের নাইমুর (২৬)সহ ১০-১২ জন দুর্বৃত্ত ৪-৫টি মোটরসাইকেল ও একটি সাদা রঙের প্রাইভেটকার নিয়ে তাদের পথরোধ করে। দুর্বৃত্তরা প্রথমে শিখা খাতুনকে বেধড়ক মারধর করে। এরপর অস্ত্রের মুখে জাকিয়াকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। মায়ের ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা মেয়েটিকে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই শিখা খাতুন নাম উল্লেখ করে তিনজনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি এবং কাউকেই গ্রেফতার করতে সক্ষম হয়নি।

অভিযুক্ত সুমন হোসেন এর আগেও একইভাবে জাকিয়াকে একবার অপহরণ করেছিল বলে অভিযোগ পরিবারের। সে সময় জাকিয়াকে শার্শা পাইলট স্কুল থেকে সরিয়ে গ্রামে ভর্তি করানো হয়েছিল। কিন্তু পুনরায় একই কায়দায় মেয়েকে তুলে নেওয়ায় পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে জাকিয়ার বাবা জাহিদ হোসেন বলেন, সোমবার স্কুল থেকে ফেরার পথে অস্ত্রের মুখে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে বখাটেরা। এর আগেও সুমন তাকে উঠিয়ে নিয়েছিল। থানায় অভিযোগ করলেও পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চরম দুশ্চিন্তায় আছি।

কাগমারি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, পরীক্ষা শেষে মা-মেয়ের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে ছাত্রীটিকে অপহরণ করেছে। আমরা স্কুলের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত জাকিয়াকে উদ্ধারের জোর দাবি জানাই।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চলছে। অভিযুক্তদের ধরতে ও অপহৃত ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। এর আগেও একই ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ছিল।

ট্যাগ: বেনাপোল
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
একই স্কুলে প্রতি বছর ভর্তি ফি, ফেসবুকে সরব প্রতিবাদ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে সায়েন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9