জমি নিয়ে চাচাতো ভাইদের সংঘর্ষ, টেটাবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু
- পাবনা প্রতিনিধি
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ AM
পাবনায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজন। আহত ও নিহত ব্যক্তি দুজনেই ইটভাটার শ্রমিক।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আবু বকর মন্ডল ওই গ্রামের লবু মন্ডলের ছেলে। আহত আব্দুল আজিজ একই এলাকার কবির মন্ডল ওরফে কবু মন্ডলের ছেলে। তারা একে অপরের চাচাতো ভাই।
চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, বসতভিটার জমি নিয়ে আবু বকর ও আজিজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র, লাঠি-সোটা ও টেটা নিয়ে উভয়পক্ষে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আবু বকর টেটাবিদ্ধ হন এবং আজিজ মাথায় গুরুতর আঘাত পান।
আরও পড়ুন: হাটহাজারীর ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা আরিয়ান ইব্রাহিম গ্রেফতার
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে।