ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এত নৃশংস ও ন্যক্কারজনক হামলা হয়নি: স্ত্রী মারিয়া নুর

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কথা বলেন মারিয়া নুর
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কথা বলেন মারিয়া নুর  © সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আমার স্বামীর ওপর এত নৃশংস ও ন্যক্কারজনক হামলা হয়নি।” উন্নত চিকিৎসার জন্য তিনি স্বামীকে দেশের বাইরে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

রবিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) স্বামীর শারীরিক অবস্থা জানার জন্য আসা মারিয়া নুর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও ডাকসু নির্বাচনসহ নুরের ওপর হামলা হয়েছে, তবে বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের সময়ে এ ধরনের ভয়ংকর হামলা হবে তা কল্পনাতীত।”

নুরের শারীরিক অবস্থার সম্পর্কে তিনি জানিয়েছেন, “তার স্বাস্থ্যের খবর নিতে আজকে হাসপাতালে এসেছি। আমরা নুরের শারীরিক অবস্থা ৩৬ ঘণ্টা অবজারভেশন করব। এরপর সিদ্ধান্ত জানানো হবে। জ্ঞান ফিরেছে, তবে এখনো শারীরিকভাবে পুরোপুরি ভালো নয়। অর্থাৎ, নুর এখনও শঙ্কামুক্ত নয়।”


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!