সেদিন রাতে ওয়েস্টিনে গিয়েছিলেন কিনা—সাংবাদিকের প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০১:৪১ AM
রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনার জেরে শুরু হওয়া বিতর্ক আরও জটিল আকার ধারণ করেছে। এ ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম এসেছে। যেখানে আসিফ মাহমুদকে দায়ী করে বক্তব্য দিয়েছেন তিনি।
তবে তার স্ত্রী আনিশার অভিযোগ, গ্রেপ্তারের আগে বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে অপহরণ করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি আদায় করেছেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে অভিযোগ এনে আনিশা আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এদিকে একইদিন সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন সেদিন রাতে ওয়েস্টিনে গিয়েছিলেন কিনা। জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই এ নিয়ে বেশি মন্তব্য করা উচিত না। আসলে আমার নামটা আসার পর আমি অবাক-ই হই। জানে আলম অপুকে চিনতাম, যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম, ২০২২ সালে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন, সে-ও ছাত্র অধিকার পরিষদ করতো। সে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ছিল বোধয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সাথে আমার কখনও দেখা হয়নি।
আসিফ মাহমুদের ভাষ্য, রাতে মাঝে মধ্যে কাজ শেষ করতে কখনও কখনও ভোর হয়ে যায়, ওই সময় খাবার দেয়ার জন্য বাসায় কেউ থাকে না। বেশিরভাগ সময় তখন তিনি ৩০০ ফিটের নীলা মার্কেটে যান। ওখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়। ৪-৫ জন মিলে সেখানে যান। আবার ভোর হয়ে গেলে সেখানে দোকান বন্ধ থাকে। তখন গুলশানের হোটেল ওয়েস্টিনে যাওয়া হয়।
এরপর সাংবাদিকেরা স্থানীয় সরকার উপদেষ্টার কাছে জানতে চান, সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলে করে যাওয়া ব্যক্তি কি তিনি-ই ছিলেন? আসিফ মাহমুদ বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমি এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। তদন্তাধীন বিষয় যেহেতু। এই ঘটনায় তার কোনও সম্পৃক্ততা নেই। যার সাক্ষাৎকার নেয়া হয়েছে, তাকে একজন নেতার বাসায় জোরপূর্বক বক্তব্য নেয়া হয়েছে।