খুলনায় আলোচিত যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- খুলনা প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
খুলনার আলোচিত সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার আসামি কাজী রায়হান ইসলামকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশের একটা টিম। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মাত্র চার দিন আগে রায়হান তার স্ত্রী ও শিশু সন্তানসহ ওই বাসা ভাড়া নেন এবং সেখানে অবস্থান করছিলেন। তিনি আত্মগোপনের জন্য ভিন্ন পরিচয়ে বসবাস করছিলেন বলে ধারণা করা হচ্ছে। দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রায়হান খুলনার সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সাবেক এই যুবদল নেতা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের সময় দেশজুড়ে আলোচিত হন।