গেস্ট হাউসে তল্লাশি করা সেই সাংবাদিক আটক
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয় দিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালানোর অভিযোগে হান্নান রহিম তালুকদার নামে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে নিজেকে স্থানীয় একটি দৈনিক ও অনলাইন টেলিভিশনের সম্পাদক ও চেয়ারম্যান হিসেবে পরিচয় দিলেও তার পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে, গত শনিবার (১৫ জুন) দুপুরে ‘হান্নান রহিম তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ১৫ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হাতে ক্যামেরা নিয়ে গেস্ট হাউসের প্রতিটি কক্ষে প্রবেশ করছেন, অতিথিদের জিজ্ঞাসাবাদ করছেন এবং কারো কারো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন এবং বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগ ওঠে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বলছেন, সাংবাদিকতা পেশার নামে এমন অনধিকার চর্চা পেশাটির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা দাবি করেছেন।
আরও পড়ুন: এক লাখ শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, সাংবাদিক পরিচয়ে এ ধরনের অভিযান চালানোর কোনো এখতিয়ার কারো নেই। এটি পুরোপুরি আইনবহির্ভূত। গোপনীয়তার অধিকার ভঙ্গ হয়েছে, যা গুরুতর অপরাধ।
তিনি আরও জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি ফেসবুক প্রোফাইলে নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’-এর সম্পাদক ও ‘সিএসটিভি২৪’-এর চেয়ারম্যান হিসেবে দাবি করলেও চট্টগ্রাম প্রেস ক্লাব সূত্র জানিয়েছে, তিনি ক্লাবের সদস্য নন।