রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
- টেকনাফ প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:৩১ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:০২ PM
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মো. আলমগীর (১৯) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) টেকনাফ মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. কাউছার সিকদার।
নিহত আলমগীর টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ডি-ব্লকের মৃত মো. হারেছের ছেলে।
জানা গেছে, ডি ব্লকের মো. আলমগীরের সঙ্গে সি ব্লকের রোহিঙ্গা যুবক নুরুল আলমের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল আলম তাঁর হাতে থাকা ওয়ান শুটারগান দিয়ে আলমগীরের বুকে গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে স্থানীয় জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি টেকনাফ মডেল থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মো. কাউছার সিকদার জানান, দুপুরের দিকে মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের সঙ্গে আলমগীরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় তিনি নিহত হন।