বেনজীরের স্ত্রীর নামে দুবাইয়ে দুই ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মে ২০২৫, ০৮:২০ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৫৫ PM
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে থাকা দুটি ফ্ল্যাট ক্রোক এবং দুটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে দুবাইয়ের আল ওয়াসি এলাকায় একটি ইউনিট এবং বুর্জ খলিফায় একটি ইউনিট রয়েছে।
সোমবার (১২ মে) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন, যা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত হয়।
দুদকের উপপরিচালক জয়নাল আবেদীন আবেদনে উল্লেখ করেন, বেনজীর আহমেদ ও জিসান মির্জার বিরুদ্ধে ১৬ কোটি ১৭ লাখ ৩৩৬ টাকা গোপন করা সম্পদ এবং ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকা অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জিসান মির্জা তার জানানো আয়ের উৎসের বাইরে অর্থ অর্জন করে অবৈধভাবে তা পাচার করেছেন।
দুদক কর্মকর্তা আরও বলেন, দুবাই থেকে অপরাধের অর্থ ফিরিয়ে আনার জন্য জিসান মির্জার স্থাবর সম্পত্তির হস্তান্তর বা হস্তান্তর বন্ধ করা প্রয়োজন। তাই তার স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে।
এ আদেশ অনুসারে, দুবাইয়ের ফ্ল্যাট দুটি এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ রাখা হবে, যাতে তদন্ত কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি না হয়।