মোটরসাইকেল জব্দ করায় থানায় ছাত্রদলের হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ০২:৩২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৮ PM
শরীয়তপুরের নড়িয়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল ছাড়িয়ে নিতে এসে ক্ষিপ্ত হয়ে থানায় ইটপাটকেল ছোড়া, জানালার কাচ ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আহত হয়েছেন থানার এক কনস্টেবল।
আজ শুক্রবার (৯ মে) দুপুরে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নড়িয়ার ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। পরদিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই মোটরসাইকেল ছাড়িয়ে নিতে থানায় আসেন নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা ও কলেজ ছাত্রদল নেতা শাহীন শেখসহ কয়েকজন।
থানায় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পুলিশ মোটরসাইকেলগুলো ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদল নেতাকর্মীরা একপর্যায়ে থানা চত্বরে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ভাঙচুর করা হয় থানার জানালার থাই গ্লাস। বাধা দিতে এলে কনস্টেবল বিল্লাল হোসেন আহত হন। পরে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতাল হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন বলেন, এটি একটি পরিকল্পিত হামলা ছিল। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করছি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যে রাজনৈতিক দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।