খুলনায় ভাঙচুরের ঘটনায় ২৯০০ জনের বিরুদ্ধে মামলা বাটা-ডমিনোজ-কেএফসির

বাটা, ডমিনোজ ও কেএফসি
বাটা, ডমিনোজ ও কেএফসি  © টিডিসি সম্পাদিত

খুলনায় বাটা, ডমিনোজ ও কেএফসিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের হওয়া তিনটি মামলায় প্রায় ২ হাজার ৯০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজার তৌহিদুল ইসলামের বাদী হয়ে দায়ের করা মামলায় ১২০০-১৩০০ জন, কেএফসি ম্যানেজার সুজন মন্ডলের বাদী হয়ে দায়ের করা মামলায় ৭০০-৮০০ এবং ডোমিনোজ পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, পৃথক তিনটি মামলায় বাদী তাদের এজাহারে নিজ প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানের কাছে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা, একাধিক গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। এছাড়া সোমবার রাতে নগরীর বিভিন্নস্থান থেকে ৩১ জনকে আটক করা হয়েছিল। পৃথক তিনটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে।

এর আগে সোমবার সন্ধ্যায় ইসরাইলবিরোধী বিক্ষোভ থেকে একদল সুযোগসন্ধানী মানুষ কেএফসি, বাটা ও ডমিনোজ পিৎজার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় মঙ্গলবার রাতভর খুলনা মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence