মাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ, হ্যাচারিতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৯ PM
কক্সবাজারের একটি মৎস্য ঘের (হ্যাচারি) থেকে মাছ চুরির অভিযোগে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে ওই হ্যাচারিতে এলাকাবাসী হামলা ও ভাঙচুর চালিয়েছেন। রবিবার (৫ মে) রাতে খুরুশকুল ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় আল্লাহওয়ালা হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
নিহত আলি আকবর (৩৫) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ।
হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেম জানান, নিহত যুবক তাদের ঘেরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এসময় ওই যুবক নৈশ প্রহরীকে দা দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে সেও লাঠির আঘাত করে। এতে আকবর নামের ওই যুবক নিহত হয়। গণমাধ্যমের কাছে এই ঘটনাকে খুন বলে প্রচার না করে আত্মরক্ষার্থে এমন ঘটনা ঘটনা হয়েছে বলে প্রচার করার দাবি রাখেন এই নেতা৷
এসময় ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্যও গণমাধ্যম কর্মীদের বাধা প্রদান করা হয়। সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেওয়া প্রসঙ্গে রাইয়ান জানান, ঘটনাস্থলে পুলিশ প্রবেশ করেছে, তারা তদন্ত করে সে বিষয়ে মূল ঘটনা বের করবে। সেখানে গণমাধ্যম কর্মীদের আগেই যাওয়ার প্রয়োজন নেই।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, খুরুশকুল কুলিয়াপাড়ার এক যুবককে হত্যা করার সংবাদে স্থানীয় কোন গণমাধ্যমকর্মীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। চিংড়ি ঘেরে সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেয় রাইয়ান কাসেম সহ হ্যাচারি কর্তৃপক্ষ । তাকে পরিকল্পিত হত্যা করেছে নাকি অন্য কেও মেরেছে এটি সঠিক তদন্ত করলে মূল ঘটনা বের হয়ে আসবে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোহেল জানান, যুবকের মরদেহ উদ্ধার হওয়ার স্থান ‘আল্লাহওয়ালা হ্যাচারি’তে এলাকাবাসী ভাঙচুর চালিয়েছেন। একপর্যায়ে তারা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমের উপরও হামলা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং অভিযুক্ত নৈশপ্রহরীকে আমরা আটক করেছি। পরবর্তীতে হ্যাচারির পরিচালক রাইয়ানের ওপর কিছু জনগণ হামলা করলে তাকেও উদ্ধার করে পুলিশি হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার কারণ জানতে আমাদের তদন্ত চলছে, পরবর্তীতে সবটা জানানো হবে।