১২ বছর আগে গুম হওয়া সুমনের বাড়িতে গ্রেপ্তারি পরওয়ানা নিয়ে পুলিশ

০৯ মে ২০২৫, ০১:৫৭ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৪ PM
সাজেদুল ইসলাম সুমনের বাাড়িতে পুলিশ

সাজেদুল ইসলাম সুমনের বাাড়িতে পুলিশ © সংগৃহীত

বলপূর্বক গুমের শিকার হয়ে ১২ বছর ধরে নিখোঁজ থাকা সাজেদুল ইসলাম সুমনের নামে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তার পরিবারের বাসায় হাজির হয়েছে তেজগাঁও থানার পুলিশ। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন সুমনের পরিবার ও মানবাধিকারকর্মীরা।

বৃহস্পতিবার (৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করেন। 

তিনি লিখেছেন, তেজগাঁও থানার একটি দল আজ সানজিদা ইসলাম তুলি এর বাসায় যায়, তুলির বলপূর্বক অপহরণের শিকার ভাই, সাজেদুল ইসলাম সুমন'কে খুঁজতে। তারা সেখানে গিয়ে দাবি করে সাজেদুল ইসলাম সুমনের নামে নাকি গ্রেফতারি পরোয়ানা আছে। 

তিনি আরও লেখেন, এমন একটা নোংরা ঘটনাও কি সম্ভব? সুমন'কে প্রায় ১২ বছর আগে গুম করা হয়েছে এবং পরবর্তীতে তাঁর সাথে কি হয়েছে এটা কি বাংলাদেশ পুলিশ অবগত নয়? এভাবে একটা গুমের শিকার পরিবারকে আরো ট্রমাটাইজ করার কি কোন প্রয়োজনীয়তা ছিলো? এই দলটির সদস্যরা নিশ্চই নিজ উদ্যোগে এখানে যাননি। তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ কি এতটাই ইনকম্পিটেন্ট? 

জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন কর্তৃত্ববাদী সরকারের শাসনামলে সরকারি নিরাপত্তা সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকারের ভিকটিম পরিবারের অতি পরিচিত প্ল্যাটফর্ম মায়ের ডাক —  এখান থেকে পরিচালিত হয়, সেটাও কি স্থানীয় পুলিশ থানার অজানা?

তবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  বৃহস্পতিবার (৮ মে) রাতে ডিএমপির মুহাম্মদ তালেবুর রহমান ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) গণমাধ্যমকে জানান পরোয়ানা নিয়ে নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বাসায় গমন নিয়ে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি।

উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বরে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে সুমনের আর খোঁজ মেলেনি। তার বোন সানজিদা ইসলাম তুলি গুম হওয়া ব্যক্তিদের সংগঠন ‘মায়ের ডাক’–এর সক্রিয় সদস্য।

নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি স্কুল
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেতনভাতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে ঘুষসহ অবৈধ লেনদেনও বাড়ে, বোঝা ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোন লাভ হবে না: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাদির ঘটনা কেবল ব্যক্তি হত্যা নয়, রাষ্ট্রীয় ব্যর্থতা ও বিচা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ হতে পারে বুধবার
  • ২৫ জানুয়ারি ২০২৬