মোল্লা কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করে ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

০৪ মে ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
গ্রেপ্তারকৃত রোমান সিকদার ও শুভ হাওলাদার

গ্রেপ্তারকৃত রোমান সিকদার ও শুভ হাওলাদার © সংগৃহীত

রাজধানীর ডেমরায় ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে  ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে ) রাত আনুমানিক সাড়ে ৯টায় সারুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার। শনিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডিপ্লোমা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী গত ১৮ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে কলেজ থেকে বাসায় ফিরছিলেন। পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবক ওই ছাত্রীকে অশালীন অঙ্গভঙ্গি করেন। ঘটনাটি তিনি তার স্বামীকে জানান, কিন্তু অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। পরে ৩০ এপ্রিল সকাল আনুমানিক ১০ টায় ফেসবুকে উত্ত্যক্ত করার ভিডিও দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে শনাক্ত করা হয়। এ ঘটনায় ইভটিজিংয়ের শিকার হওয়া কলেজছাত্রীর স্বামী ডেমরা থানায় মামলা করেন। 

এতে আরও বলা হয়, মামলা হওয়ার পর থেকেই ডেমরা থানার একটি চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়। 
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

নারী নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬