চকরিয়ার সাবেক এমপি বাইট্টা জাফরকে রাজধানী থেকে গ্রেপ্তার

সাবেক এমপি মোঃ জাফর আলম
সাবেক এমপি মোঃ জাফর আলম  © সংগৃহীত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মোঃ জাফর আলম প্রকাশ বাইট্টা জাফর রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি।

আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সাবেক এমপি জাফর আলমের নানা বির্তকিত কর্মকাণ্ডে অতিষ্ঠ কক্সবাজার-১ আসনের চকরিয়া ও পেকুয়া উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে তার জুলুম-অত্যাচারে এলাকার মানুষ মুখ না খুললেও এখন খুলতে শুরু করেছেন। স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের বিরুদ্ধে সরকারি বনভূমি দখল, জমি দখল, চিংড়ি ঘের দখলের অনেক অভিযোগ রয়েছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে তার বিরুদ্ধে আলোচনায় এসেছে চিংড়ি ঘের দখল, গরু চুরি, সাধারণ মানুষের জমি দখল করে মার্কেট নির্মাণ। এছাড়া গত বছরের ১৫ আগস্ট সাঈদীর গায়েবানা জানাজায় গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনাও প্রতিপক্ষের মুখে মুখে। এসব কারণে সরকার মুখ ফিরিয়ে নিয়ে আওয়ামী লীগের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence