নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ০৪:৫৮ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯, ০৬:২১ PM
শিল্পী হায়দার হোসেন গেয়ে গেছেন, কত ব্যাথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য?/নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ? নির্মমতা যে লজ্জার সীমাও ছাড়িয়ে গেছে; তা আবারও প্রমাণিত হলো শিশু আরাফাতের মৃত্যুর মধ্য দেয়। বলা হচ্ছিল নিখোঁজ হয়েছে ৭ম শ্রেণি পড়ুয়া আরাফাত। কিন্তু না, অপহরণ করে ফেনী শহরের পাঠানবাড়ির পেছনের মাঠে পুতে রাখা হয়েছিল তার লাশ। বাহির হয়ে থাকা লাশের পা দেখে স্থানীয়রা চমকে ওঠে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
জানা যায়, আরাফাত প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে এবং শহরের পুলিশ লাইন্স স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন। তিনি জানান, সকালে খবর পেয়ে পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে শহরের পাঠানবাড়ি রোডের মমিন জাহান মসজিদ সংলগ্ন বাসার সামনে থেকে প্রবাসী জসিম উদ্দিনের ছেলে আরাফাত নিখোঁজ হয়। সে শহরের পুলিশ লাইন্স স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ও স্বজনরা রাতভর তাকে খুঁজে ফিরে। সকালে পাঠানবাড়ির পেছনে মাঠে তার একটি জুতা পড়ে থাকতে দেখে চাচাতো ভাই রিপন এগিয়ে যায়। সেখানে মাটিতে পুঁতে রাখা আরাফাতের পায়ের অংশ দেখে চিৎকার করে ওঠে। স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত আরাফাত হোসেনের মামা এরশাদ হোসেন অভিযোগ করেন, পাড়ার সাব্বিরের সঙ্গে তার ভাগনে আরাফাত হোসেনের খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে সাব্বির রোববার রাত সাড়ে ৯টার আরাফাতকে জেবি টাওয়ারের পাশের পরিত্যক্ত নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে সাব্বির ওই স্থান থেকে বেরিয়ে আসার সময় এলাকাবাসী আরাফাতের বিষয়ে জানতে চাইলে সে দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকেই আরাফাত নিখোঁজ।
ঘটনাস্থল পরিদর্শনে আসা ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, ধারণা করা হচ্ছে, আরাফাত হোসেনকে ইট দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে দেয়া হয়েছে। মৃত্যু নিশ্চিত করে তাকে মাটিতে পুঁতে ফেলা হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।