ধলেশ্বরী নদীতে সেনা অভিযান, ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জন আটক

০৩ এপ্রিল ২০২৫, ০২:২১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্যদের গেপ্তার

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্যদের গেপ্তার © সংগৃহীত

ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ‘ডেঞ্জার গ্যাং’ গ্রুপের ১৬ জনকে আটক করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল এসব সদস্যকে গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

পরে নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যসহ ৮টি রামদা ও ৭টি কুড়াল, ছুরি, চায়নিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ উদ্ধার করা হয়। পরে আটক সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই গ্যাং লিডারকে আটক করে। সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে হাসেম (২৭), মো. শেখ (১৯), সোহাগ মোল্লা, আরাফাত (১৫), মাহিন (১৬) অন্যতম সদস্য।

এর আগে ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা কিশোর ও উঠতি বয়সের বখাটে কিশোররা তুলশীখালী ব্রিজের আশপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল।

বিষয়টি নিয়ে কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। তবে বর্তমানে পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মশিউর রহমান জানান, এটি মূলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা সেনাবাহিনীকে সহযোগিতা করেছি। আসামিদের রাত ১টার দিকে মুন্সিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
 আইইউবিএটির স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরি…
  • ৩১ জানুয়ারি ২০২৬
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬