চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, বখাটের ঘরে গ্রামবাসীর তালা
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ১১ মার্চ ২০২৫, ১০:৫২ AM

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বখাটের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় তার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রামের বাসিন্দারা। এর আগে গত শনিবার (৮ মার্চ) ইফতারের পর উপজেলার গ্রামে এ ঘটনা ঘটে।
হবিকুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর বাবা জানান, তিনি দরিদ্র মানুষ। ঘটনার দিন বাড়িতে ছিলেন না। খবর পেয়ে রাতে বাড়ি আসেন। ঘটনার দিন ইফতারের পরে তার স্কুলপড়ুয়া মেয়ে বাথরুম যাওয়ার সময় হবিকুল মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নেওয়ার চেষ্টা করে।
এ সময় মেয়েটির মা চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে যায়। তার চিৎকারে আশেপাশে লোকজন ছুটে এলে হবিকুল ও তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয় লোকজন বিষয়টি মিটমিমাংসার চেষ্টা করে। কিন্তু তাদের ডাকে সাড়া দেয়নি বখাটের পরিবার।
আরো পড়ুন: যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আ.লীগ কর্মীদের বিরুদ্ধে
গ্রামের মানুষ এতে ক্ষুব্ধ হয়ে মিছিল নিয়ে তাদের বাড়িতে যায় এবং বসতঘরে তালা লাগিয়ে দেয়। তার মেয়েকে নির্যাতনের বিচার চান বাবা।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, মেয়েটির পরিবার কোনো লিখিত অভিযোগ না করলেও খবর শুনে পুলিশ খোঁজ-খবর নেওয়া শুরু করেছে। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।