পরিবারের অভিযোগ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের হুমকি
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ AM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪ AM

ফেনীর পশ্চিম বিজয় সিংহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উক্ত্যক্ত ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ফেনী মডেল থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তরা হলেন— পশ্চিম বিজয় সিংহ এলাকার বাসিন্দা বাসেত (২০), দেলু মিয়ার ছেলে আরাফাত হোসেন (১৮), বাঘা বাড়ির রনির ছেলে রবিন (১৯), জহির উদ্দিনের ছেলে জয় (১৯) এবং অজ্ঞাত আরও ১০-১২ জন।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তারা তাকে অপহরণের হুমকি দেয়। পরিবারের পক্ষ থেকে স্থানীয়দের জানানো হলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এতে আতঙ্কে মেয়েটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুনরায় স্কুলে যাওয়া শুরু করলে সোমবার দুপুরে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তার পথরোধ করে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এ সময় ওই ছাত্রীর চাচা এগিয়ে এলে অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করে, এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা ভুক্তভোগীকে অপহরণের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ভুক্তভোগীর চাচা জহিরুল হক জানান, স্কুল থেকে ফেরার পথে ৩-৪ জন যুবক তার ভাতিজিকে আটকে রেখে উত্ত্যক্ত করছিল। আমি দূর থেকে বিষয়টি দেখে চিৎকার করতে করতে ঘটনাস্থলে ছুটে যাই। তবে দুপুরের সময় আশপাশে তেমন কেউ ছিল না।
তিনি আরও বলেন, সেখানে থাকা ছেলেরা আমার ভাতিজিকে চিঠি দিয়েছিল, এরপর কথাকাটাকাটি শুরু হয়। আমি দেখি, তারা তাকে আটকে রেখেছে। বাধা দিতে গেলে ঠিক সেই মুহূর্তে তাদের একজন আমার ওপর হামলা চালায়। পরে আরও ১৫-২০ জন এসে আমাদের ওপর বড় আক্রমণ চালায়। এরপর আমি অজ্ঞান হয়ে যাই।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’