গোপালগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
মুহিন মোল্যা

মুহিন মোল্যা © সংগৃহীত

গোপালগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর মুহিন মোল্যা (১১) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনের ঘর থেকে ট্রাঙ্কে লুকিয়ে রাখা মুহিনের মরদেগ উদ্ধার করা হয়। এ ঘটনায় আমিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মুহিন মোল্যা গোপালগঞ্জ উপজেলার চন্দ্রদীঘলীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে এবং রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। এর পর থেকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিন, ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করে। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে ভিত্তিতে আজ ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেঁধে ট্রাঙ্কে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করে। এ সময় শাহানারা বেগম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ট্রাঙ্কে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন হত্যা করা হয়েছে, তা বলতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ, আবেদন শেষ ৫ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লকড
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গণসংযোগে ছাত্রদলের বাধার পর রাস্তায় বসে পড়লেন নাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬