দিনদুপুরে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত © প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগে দিনের বেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ ও শান্তিনগর মোড়ের মাঝামাঝি এলাকায় একটি গলিতে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ওই শিক্ষার্থীর নাম আবু রায়হান ইভান (২২)। তিনি শান্তিনগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিআইএসটি) কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আহত ইভানের বন্ধু নাহিদুর রহমান জিসান বলেন, ইভান মালিবাগ মোড় এলাকায় একটি বিকাশের দোকান থেকে ৪৫ হাজার টাকা তোলেন। এরপর যখন কলেজে ফিরছিলেন, তখন চার–পাঁচজন ছিনতাইকারী তাঁর পিছু নেয়। কিছুক্ষণ পর ছিনতাইকারীরা রাস্তায় তাঁর গতি রোধ করে। এ সময় তারা ইভানের বুকে, পেটে ও হাতে ছুরিকাঘাত করে।

হাসপাতালে ভুক্তভোগীর বন্ধু আরও জানান, ছিনতাইকারীদের ছুরির আঘাতে আবু রায়হান ইভান আহত হলে তাঁর মুঠোফোন ও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেলে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত শিক্ষার্থী আবু রায়হান ইভান জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তাঁর বাবার নাম মো. ইয়াসিন আলী। রাজধানীর কলাবাগান এলাকায় কয়েক বন্ধু মিলে ভাড়া বাসায় থাকেন।

দেশে অনিবন্ধিত নতুন ফোন বিক্রি, এনইআইআর চালুর পর যে ভয়াবহ ত…
  • ০২ জানুয়ারি ২০২৬
৭টি জাতীয় নির্বাচনে মনোনয়ন বাতিল, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা…
  • ০২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা জরিমানা জামায়াত প্র…
  • ০২ জানুয়ারি ২০২৬
স্লাটশেমিংয়ের শিকার এনসিপি নেত্রী মিতু, প্রকৃত তথ্য তুলে ধর…
  • ০২ জানুয়ারি ২০২৬
জানুয়ারিজুড়ে শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ০২ জানুয়ারি ২০২৬
পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, চাকরি থেকে …
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!