মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মারামারি, আহত ২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০১:২৪ AM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ০১:২৪ AM
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় দু’জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত দুই শিক্ষার্থী হলেন- মেহেরাব খান ও মিরাজ। এর মধ্যে মিরাজ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ওমর ফারুক বলেন, ১৩ জানুয়ারি মানিকগঞ্জে ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ প্রকাশের লিফলেট বিতরণ কর্মসূচির জন্য প্রতিটি উপজেলা থেকে আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রাখেন তাদের মানিকগঞ্জে ডাকা হয়েছিল। সেখানে দুজনের মধ্যে মারামারি হয়েছে। পরে দুপক্ষই থানায় যায়।
থানা ওসি এস এম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র সন্ধ্যায় ছাত্র প্রতিনিধিদের নিয়ে বেউথা এলাকার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা করেন। সভার শেষ পর্যায়ে দুই পক্ষের দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে তা কিল-ঘুষি ও মারামারির পর্যায়ে পৌঁছায়। এতে মেহেরাব খান ও মিরাজ আহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় পরে দুই পক্ষ থানায় আসে। পরে কেন্দ্রীয় সহসমন্বয়ক রুদ্রসহ দুই পক্ষের সঙ্গে বসলে রাত ১১টার দিকে বিষয়টির সমাধান হয়। কোনো পক্ষের কোনো অভিযোগ নেই বলেও তারা জানিয়েছেন।